কলকাতা ডার্বিকে চেনেন ডেরভিসেভিচ! সমর্থকদের আবেগের পুরো দাম দেওয়ার আশ্বাস দিলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক বছরের চুক্তি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির ডেরভিসেভিচ। স্লোভেনিয়ার হেভিওয়েট দল এনকে মারিবরের সাথে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দিলেন ডেরভিসেভিচ। এবং ভারতবর্ষের অন্যতম সেরা ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত আমির।
এসসি ইস্টবেঙ্গল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, "আমি খুবই খুশি এসসি ইস্টবেঙ্গল যোগ দিতে পেরে। এটি আমার কাছে এক নয়া চ্যালেঞ্জ এবং আমি আশা করব আমার নয়া সহ খেলোয়াড় ও টেকনিকাল স্টাফদের সাথে একটি ভালো মরশুম পেতে চাই। আমার মূল লক্ষ্য হল ইতিহাসে সমৃদ্ধ এই ক্লাবের হয়ে প্রতিটি ম্যাচ লড়ে জেতা। কারণ আমি জানি এই দলের এবং নয়া কোচের জেতার মানসিকতা রয়েছে।"
এদিকে ঐতিহ্যশালী কলকাতা ডার্বি সম্পর্কে যথেষ্ট সচেতন আমির। তিনি বলেন, "আমি বিশ্বের এই প্রান্তের ডার্বির কথা শুনেছি। এটি খুবই বড় এবং এর জন্য আমি মুখিয়ে রয়েছি। আমি অনেক বছর ধরে স্লোভেনিয়ার সেরা ডার্বির অংশ থেকেছি। আমি এই আবেগকে জানি এবং দর্শকদের কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি।"
অবাক করা বিষয় হল, স্লোভেনিয়ার রাজধানী লুবলানাতে জন্মগ্রহণ করলেও কখনই সেই প্রদেশের ক্লাব এনকে অলিম্পিয়া লুবলানাতে খেলেননি আমির। বরং লুবনানার চিরপ্রতিদ্বন্দ্বী এনকে মারিবরে দীর্ঘ সময় খেলে গিয়েছেন আমির। এবং মারিবরের দর্শকদের প্রিয় হয়ে উঠেছিলেন ডেরভিসেভিচ।