এশিয়ান কাপ খেলতে যাওয়া অনুর্ধ্ব-১৭ দলের জন্য এই পরামর্শ দিলেন অমরজিত কিয়াম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুই সপ্তাহ আগে থাইল্যান্ডে পৌঁছেছে ভারতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল দল। সেখানে অনুর্ধ্ব ১৭ এশিয়ান কাপ খেলবে ভারত। আর এই নিয়ে ভারতের জুনিয়র জাতীয় দলকে পরামর্শ দিলেন ইস্টবেঙ্গলের অমরজিত সিং কিয়াম।
২০১৭ সালে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে যখন ভারত খেলেছিল, সেই দলের অধিনায়ক ছিলেন অমরজিত। ফলে তিনি জানেন, এই ধরণের পরিস্থিতির মধ্যে খেলা কতটা কঠিন।
এই নিয়ে এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অমরজিত বলেছেন, "যখন আমরা ২০১৭ ব্যাচের কথা বলি, আমরা মনে করি সেই সব মুহুর্তের কথা যা আমরা উপভোগ করেছি, কিন্তু তার সাথেও কিভাবে আমরা প্রস্তুতি নিয়েছি সেটি নিয়েও ভাবি।"
আরও পড়ুন - চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় হকি দল
"ভালো দলের বিরুদ্ধে খেলা অবশ্যই ভালো, আর সেই টুর্নামেন্ট আমায় অনেক কিছু শিখিয়েছে যে কিভাবে ট্যাকটিকালি, টেকনিকালি ও মাঠে একজন মানুষ হিসেবে উন্নতি করা যায়।"
"আমার মনে হয় শুধু এই দলে থাকলেই উন্নতি হবে। অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে, দেশের সেরাদের সাথে, এমনকি বিদেশীদের সাথে খেলে আমায় সিনিয়র পর্যায়ে এগিয়ে নিয়ে গিয়েছে।"