ইতিহাস গড়ার নেতা এবার লাল-হলুদে! দলবদলে নিজেদের ঝলক দেখাল এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে একেবারে শেষে ঢুকে নিজেদের প্রথম চমক দেখাল এসসি ইস্টবেঙ্গল। বিশ্বকাপ খেলে ইতিহাস তৈরি করেছিল যে অনুর্ধ্ব ১৭ ভারতীয় দল, সেই দলের অধিনায়ক অমরজিত সিং কিয়ামকে আনতে চলেছে ইস্টবেঙ্গল।
জানা গিয়েছে, এফসি গোয়া থেকে এক মরশুমের লোনে ২০ বছরের এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারকে আনতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাবের সাথে কথাবার্তা চুড়ান্ত পর্যায়ে, বেতন নিয়েও কোনও সমস্যা নেই এজেন্ট ও খেলোয়াড়ের। ফলে আনুষ্ঠানিক ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা।নিঃসন্দেহে এটি একটি বড় সাইনিং হতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের জন্য।
গত মরশুমেই অমরজিতকে চেয়েছিল এসসি ইস্টবেঙ্গল, কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জামসেদপুর থেকে তিন বছরের চুক্তিতে কিনে নেয় এফসি গোয়া। গত মরশুমে আইএসএলে নয়টি ম্যাচ খেলেছিলেন অমরজিত। এবারের এএফসি চ্যাম্পিয়নস লিগে চারটি ম্যাচে খেলেন অমরজিত, যেখানে ইরানের পার্সেপলিসের বিরুদ্ধে দুই ম্যাচেই খেলেছেন তিনি।