বেঙ্গালুরু এফসির ডবল ধামাকা! আসছেন তারকা কোচ এবং ভারতীয় উইঙ্গার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রাক্তন বেঙ্গালুরু এফসি এবং হায়দ্রাবাদ এফসির প্রধান কোচ অ্যালবার্তো রোকা আবারও ফিরতে চলেছেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। তবে এবার ফিরছেন বেঙ্গালুরু এফসির টেকনিক্যাল ডিরেক্টর হয়ে। খবর অনুযায়ী, স্বল্প সময়ের চুক্তিতে তিনি দায়িত্ব নিচ্ছেন সুনীল ছেত্রিদের। তার সাথে টেকনিক্যাল দলে যোগ দেবেন ড্যারেন কালডেইরা।
২০২১ সালে হায়দ্রাবাদ এফসির কোচিং এর দায়িত্ব নেওয়ার পর সেখান থেকে তিনি চলে যান বার্সেলোনার ফিটনেস কোচিংয়ের দায়িত্ব সামলাতে। এবার নিজের প্রাক্তন দলেরই সুদিন ফেরাতে ফিরছেন রোকা।
অন্যদিকে শোনা যাচ্ছে যে, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বেঙ্গালুরু এফসি নিতে চলেছে হায়দ্রাবাদের তারকা উইঙ্গার হলিচরণ নারজারিকে। শোনা যাচ্ছে যে হলিচরণ তিন বছরের জন্য যোগ দেবেন বেঙ্গালুরু এফসিতে। বর্তমানে বেঙ্গালুরুর দল লিগ টেবিলের খুব একটা ভাল জায়গায় নেই। হলিচরণ দলে এলে বেঙ্গালুরুর লাভ হবে তা বলাই যায়।
সব মিলিয়ে মাঝ মরশুমে বেঙ্গালুরুর ডবল-ধামাকা!