"রোনাল্ডো নয়, মেসিকে চেয়েছিলাম প্রথমে" : বিষ্ফোরক মন্তব্য আল-নাসের কোচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি বিশ্বফুটবলকে চমকে দিয়ে ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করায় সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসের। মঙ্গলবার রোনাল্ডোকে আল নাসেরের স্থানীয় সমর্থকদের সামনে নিয়ে আসার ঘোষণাও করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে নতুন ক্লাবে রোনাল্ডো আসার আগেই তার নতুন কোচ বলে বসেছেন কিছু বিষ্ফোরক মন্তব্য। যা পর্তুগীজ মহাতারকা মোটেও ভালোভাবে নেবেন না।
৩০ ডিসেম্বর রোনাল্ডোর নতুন ক্লাবে সই করার সরকারি ঘোষণা হওয়ার আগে আল নাসের কোচ গার্সিয়াকে সংবাদ সম্মেলনে রোনাল্ডোর ট্রান্সফার নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। এর উত্তরে কোচ রুডি গার্সিয়া বলেন, "প্রথমে আমি দোহা থেকে মেসিকে আনতে চেয়েছিলাম।" যদিও তাঁর এই মন্তব্য সামান্য মসকরা করে বলা এমনটাই দাবি আল নাসেরের। কিন্তু ক্রিশ্চিয়ানো মাঠে নামার আগেই এমন মন্তব্যে দলে প্রভাব পরতে পারে এমন সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ফুটবল মহলের একাংশ ।
গত দুই দশক ধরে ফুটবল দেখেছে মেসি-রোনাল্ডোর দ্বৈরথ। দুজনেই নিজেদের নাম লিখিয়ে নিয়েছেন সোনালি ইতিহাসের পাতায়। তারা দুজনেই একে অপরকে কড়া টক্কর দিয়েছে শ্রেষ্ঠত্বের শীর্ষ পর্যায় পৌছাতে। ফলে রোনাল্ডোর নতুন ক্লাবে সইয়ের আগে তাঁর নতুন কোচের মেসি নিয়ে মজার কথা ভবিষ্যতে কি প্রভাব ফেলবে সেই দিকেই তাকিয়ে বিশ্ব ফুটবল। মেসিকে না পেয়েই কি রোনাল্ডোকে নিয়েছে আল নাসের? কোচের এই মন্তব্যের জন্য তাঁর সাথে রোনাল্ডোর কি বিবাদ ঘটবে? নাকি রুডি গার্সিয়ার মন্তব্যকে সামান্য মসকরা ভেবে ভুলে যাবেন রোনাল্ডো? জানা যাবে শীঘ্রই।