ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে মনোনীত হলেন চাওবা দেবী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় মহিলা জাতীয় দলের কোচিংয়ের ব্যাপারে ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি ভার্চুয়ালি একটি আলোচনার আয়োজন করে। এই মিটিংটি আয়োজিত করেন প্রখ্যাত প্রাক্তন খেলোয়াড় আই.এম বিজয়ন। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এআইএফএফের ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ণ, পিঙ্কি বোমপাল মাগার, হারজিন্দর সিং, অরুণ মালহোত্রা, ক্লাইম্যাক্স লরেন্স, ইউজেনসন লিংডোহ এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সৈয়দ সাবির পাশা।
আরও পড়ুন- স্বপ্নপূরণের পথে কুয়াদ্রাত বাহিনী! জামশেদপুরকে হারিয়ে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল
অনেক আলোচনার পর ভারতীয় মহিলা জাতীয় দলের কোচ হিসেবে প্রাক্তন জাতীয় খেলোয়াড় এবং বর্তমানে কিকস্টার্ট এফসির কোচ লাংমা চাওবা দেবীর নাম সুপারিশ করা হয়। তিনি দুবার মহিলা এশিয়ান কাপে প্রতিনিধিত্ব করেছেন এবং ১৯৯৮ সালে এশিয়ান গেমসেও খেলেছেন। তার কোচিংয়ে এখনো পর্যন্ত মহিলা আই লীগে এই মরশুমে কিকস্টার্ট এফসি এখনও অপরাজিত। এছাড়াও এর আগে মহিলা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি।
অন্যদিকে সহকারী কোচ হিসেবে ২০২৩ সালের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরা মহিলা কোচ প্রিয়া পিভির নামও সুপারিশ করা হয়েছে। গত বছর মহিলা অনূর্ধ্ব ১৭ দলের কোচ ছিলেন তিনি। তার অধীনে অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ যোগ্যতা বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে যায় ভারত। এছাড়াও গোলরক্ষক কোচ হিসেবে সুপারিশ করা হয়েছে লোরেম্বাম রনিবালা চানুর নাম।
আরও পড়ুন- “এখনো অনেক কাজ করতে হবে”- ভারতের এশিয়ান কাপ বিদায়ে কি বললেন ইগর স্টিম্যাচ?
ভারত আসন্ন তুরস্ক মহিলা কাপ খেলবে এমনটাই জানা গেছে। আপাতত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এমনটাই খবর। এই নিয়ে তৃতীয় বার তুরস্ক মহিলা কাপ খেলবে ভারত। এর আগে ২০১৯ এবং ২০২১ সালে খেলেছে তারা। খেলোয়াড় এবং ম্যাচের তালিকা ঘোষণা করা হবে ১১ ই ফেব্রুয়ারি। ভারতীয় মহিলা লীগের দশম রাউন্ডের পর। তুরস্কের উদ্দেশ্যে রওনা দেওয়ার একসপ্তাহ আগে তারা ক্যাম্প করবে এমনটাও জানা গেছে।
এআইএফএফের ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ণ জানিয়েছেন, "ভারতীয় মহিলা জাতীয় দলকে এ বছরে আরও আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই আমরা। তুরস্কের এই টুর্নামেন্টে আমরা দল পাঠানোর ব্যবস্থা করেছি। সুতরাং আমরা মনে করছি এক অভিনব সূচনা হবে। আশা করছি দলের খেলোয়াড়রা ইউরোপে খেলার অভিজ্ঞতা অর্জন করবে। এভাবেই হয়তো আমরা আরো নতুন প্রতিভা খুঁজে পেতে পারি। তবে কমিটি ইতিমধ্যে সেরা কোচ বেছে নেওয়া সুপারিশ করছে।”