গ্রাসরুট ফুটবলের উন্নতিকরনের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভিশন ২০৪৭ কে সামনে রেখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যেখানে জাতীয় গ্রাসরুট ফুটবল দিবস বলে একটি দিন পালন করা হবে। আগামী ২৩ শে জুন এই দিনটি পালন করা হবে। কারণ এই দিনে ১৯৩৬ সালে ভারতীয় ফুটবলের কিংবদন্তি পিকে ব্যানার্জি জন্ম নেন। তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি) প্রতি বছর ১৫ই মে গ্রাসরুট ফুটবল দিবস উদযাপন করে এবং যা ২০২৩ সালে ১০ বছরে পদার্পণ করল। এএফসি রিপোর্ট অনুযায়ী, গ্রাসরুট ফুটবলকে দু-ভাগে ভাগ করা হয়েছে, "অপেশাদার ফুটবল এবং নন এলিট ফুটবল।"
অপেশাদার ফুটবলের মধ্যে পড়ে শিশুদের ফুটবল, স্কুল বা যুব ফুটবল। প্রতিবন্ধী খেলোয়াড়দের ফুটবল হল নন এলিট ফুটবল। এটি এমন একধরনের ফুটবল যেখানে খেলার থেকে খেলার প্রতি অংশগ্রহণ এবং ভালবাসা সবচেয়ে বেশি থাকে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে গ্রাসরুট উদ্যোগ যা তরুণ ফুটবলারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদানের লক্ষ্য এগোচ্ছে। যেখানে ফুটবলের উন্নতিকরনে নানা পরিবর্তন আনা, প্রতিভা চিহ্নিত করা, প্রশিক্ষন, শিক্ষা ইত্যাদির ওপর জোর দিয়ে থাকে। ভারতীয় ফুটবলকে প্রতিটি কোণায় পৌঁছে দিতেই এই উদ্যোগ।