ভারতীয় মহিলা দলে অশোভন আচরণ! এই ব্যক্তিত্বকে সাসপেন্ড করল এআইএফএফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক মাস বাদে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। আর এই কারণে প্রস্তুতি তুঙ্গে ভারতীয় অনুর্ধ্ব ১৭ মহিলা দলের। কিন্তু এই পরিস্থিতিতে বড়সড় বিতর্ক উঠে এল এই যুব দলে।
বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক বিবৃতির মাধ্যমে জানায়, অনুর্ধ্ব ১৭ মহিলা ভারতীয় দলের এক কোচিং স্টাফকে সাসপেন্ড করা হয়েছে। যদিও সেই ব্যক্তিত্বের নাম প্রকাশ করেনি ফেডারেশন, তবে তদন্ত চলা অবধি সেই স্টাফ সাসপেন্ড থাকবেন।
এই নিয়ে ফেডারেশন এক বিবৃতিতে জানায়, "বর্তমানে ইউরোপে প্রস্তুতি সফরে থাকা অনুর্ধ্ব ১৭ মহিলা দলে এক অশোভন আচরণের খবর মিলেছে। এআইএফএফ এই ধরণের বিশৃঙ্খলতাকে মেনে নেয় না এবং সেই ব্যক্তিকে তদন্ত চলা অবধি সাসপেন্ড করা হয়েছে। ফেডারেশনের তরফ থেকে সেই ব্যক্তিকে ভারতীয় দলের সাথে কোনওরকম যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে এবং ভারতে ফিরে সরাসরি এই তদন্তে হাজির হতে বলা হয়েছে।"
সদ্য ভারতীয় অনুর্ধ্ব ১৭ দল ইতালিতে টর্নেও মহিলা ফুটবল টুর্নামেন্টে খেলেছিল, যেখানে তারা ইতালি ও চিলির মত দলের কাছে হেরেছিল। এবার আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলা অনুর্ধ্ব ১৬ ওপেন নর্ডিক টুর্নামেন্টে নামবে।
অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে ভারতের গ্রুপে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, মরক্কো ও ব্রাজিল।