এএফসির রোডম্যাপ পিছিয়ে যাওয়ার খবর নিয়ে বড় বার্তা দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার আইএসএলের আয়োজক এফএসডিএলের সাথে বিশেষ বৈঠকে বসেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষকর্তারা। এবং এই বৈঠকের আলোচিত বিষয় নিয়ে বৃহস্পতিবার কিছু সংবাদমাধ্যমে খবর বেরোয়, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই বৈঠকে এএফসির প্রদত্ত রোডম্যাপ আরও দুই বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এর ফলে আগামী বছর আইলিগ চ্যাম্পিয়ন দল আইএসএলে উঠতে পারত, সেই প্রক্রিয়ায় এসেছিল বড় সংকট।
এবার এই জল্পনাকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, এএফসি রোডম্যাপ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভুয়ো। এই খবরের কোনও ভিত্তি নেই এবং কোনও কর্মকর্তার বক্তব্যও এতে নেই।
এবং এর ফলে নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আইলিগ দলগুলি। কারণ এএফসির রোডম্যাপকে মাথায় রেখেই আসন্ন আইলিগের জন্য দলগঠন করেছে দলগুলি।