ঘোষিত হল এশিয়ান গেমসের ভারতীয় ফুটবল দল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে ঘোষিত হল আসন্ন এশিয়ান গেমস-এ ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর নেতৃত্বে খেলবে ভারতীয় তরুণ ফুটবলাররা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতার জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।
আরও পড়ুন - এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার সম্ভাবনা কতটা? জানুন সমীকরণ
ভারতীয় ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি থাকার পরেও দেশের জন্য ফুটবলার ছাড়ার জন্য ক্লাবগুলিকে ধন্যবাদ জানিয়েছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
আরও পড়ুন - এশিয়ান গেমসের আগে ক্রীড়াবিদদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রী
এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে সুনীল ছেত্রী ছাড়াও বেশ কিছু তারকা ফুটবলার রয়েছেন। গুরমিত সিং, ধীরাজ সিং, রাহুল কেপি, সুমিত রাঠি রোহিত দানু, রহিম আলি সহ একাধিক প্রতিভাবান ফুটবলার এই দলে সুযোগ পেয়েছেন।
গুরমিত সিং, ধীরাজ সিং মইরাংথেম, সুমিত রাঠি, নরেন্দর গ্যালোট, অমরজিত সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রবি অঞ্জুকন্দন, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিঞ্চি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব