মুম্বইয়ে ফুটবলের উত্তাপ ক্রমশই বাড়ছে, দারুণ কাহিনী শেয়ার করলেন আহমেদ জাহু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতবর্ষে ক্রিকেট যতটা জনপ্রিয়, ফুটবল এখনও অবধি সেই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। ভারতের ব্যবসায়িক রাজধানী মুম্বই জাতীয় ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে বিবেচিত, কিন্তু বিগত কয়েক বছর আগে অবধিও ফুটবলের প্রতি সেরকম টান ছিল না মুম্বইয়ের।
স্বয়ং ব্যারেটো যখন মাহিন্দ্রায় খেলতে মুম্বই যান, সেখানে কোনওরকম সেলিব্রিটি স্ট্যাটাস পাননি ব্যারেটো। সে নিয়েও আক্ষেপও করে থাকেন ব্রাজিলিয়ান এই প্রাক্তন ফুটবলার। কিন্তু এখন আইএসএলের সৌজন্যে মুম্বইতে ফুটবলের উত্তাপ বাড়ছে। গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জেরে মুম্বই সিটি এফসির সমর্থকবৃন্দ ক্রমশই বেড়ে চলেছে।
আর এই নিয়ে দারুণ একটি কাহিনী শেয়ার করেছেন মুম্বই সিটির তারকা মিডফিল্ডার আহমেদ জাহু। নিজের টুইটারে জাহু একটি ঘটনার কথা শেয়ার করেছেন, যেখানে মুম্বই সিটি এফসি নিয়ে মানুষজন কতটা আগ্রহী!
নিজের টুইটারে আহমেদ জাহু লেখেন, "কয়েক দিন আগে ৬ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসির অ্যাওয়ে কিট পরে কোলাবা কৌসেওয়েতে ঘুরছিলাম। প্রায় ১০ জনের বেশি মানুষ চিনতে পেরেছে এবং অনেকেই জিজ্ঞেস করেছিল কিভাবে এটি কিনতে হবে। এমনকি বিক্রেতারাও জানিয়েছে যে মুম্বই সিটি এফসির জার্সিগুলি নিয়ে লোকে অনেক কথা বলছে।"
এরপর আরও একটি টুইটে জাহু বলেছেন, "এমনকি সেই দিন চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচের জন্য একজন এফসি গোয়া আমায় শুভেচ্ছা জানিয়েছিলেন। খুবই স্পেশাল অনুভূতি হয় যখন মানুষ আপনাকে চিনতে পারে আপনার প্রিয় ক্লাবের জন্য।"
বলা বাহুল্য, শুক্রবার মুম্বই সিটির সাথে আরও এক বছর চুক্তিবৃদ্ধি করেছেন আহমেদ জাহু। মুর্তাদা ফলের পর দ্বিতীয় বিদেশী হিসেবে জাহুর সাথে চুক্তিবৃদ্ধি করল মুম্বই।