বড় ধাক্কা ভারতের! রাউলিনের পর এবার কাতারের বিরুদ্ধে অনিশ্চিত এই তারকা খেলোয়াড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কাতারের বিরুদ্ধে নামার ২৪ ঘন্টা আগে জোড়া ধাক্কা খেয়ে বসল ব্লু টাইগার্স। বুধবার হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার রাউলিন বোর্জেস। এবার চোটের জেরে কাতারের বিরুদ্ধে অনিশ্চিত হলেন তরুণ ডিফেন্ডার চিঙ্গলসানা সিং।
ধারণা করা হয়েছিল, দুর্দান্ত ফর্মে থাকা চিঙ্গলসানা সিং কাতারের বিরুদ্ধে শুরু করবেন। সন্দেশ ঝিঙ্গানের সাথে ডিপ ডিফেন্সের দায়িত্ব সামলাবেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, হালকা চোট রয়েছে সানার। আর এর জেরে কাতারের মত কঠিন ম্যাচে পুরো ফিট না থাকা এক ডিফেন্ডারকে নামাবে কিনা ইগর স্টিম্যাচ, সেটি প্রশ্নযোগ্য।
রাউলিনের পরিবর্তে সম্ভবত জাতীয় দলে নিজের অভিষেক করতে চলেছেন তরুণ মিডফিল্ডার গ্লেন মার্টিন্স। এফসি গোয়ার হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে অসাধারণ পারফর্ম করেছিলেন গ্লেন। ফলে ডিফেন্সিভ স্ক্রিনিংয়ের দায়িত্ব পেতে পারেন এই গোয়ানিজ। এদিকে করোনা থেকে সেরে ওঠার পর আবারও জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী, এবং নিজের অধিনায়কত্বের দায়িত্বটিও আবার ফিরে পাচ্ছেন তিনি।