অ্যাকোস্টার পর এবার কোয়েসকে এক হাত নিলেন কাশিম...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: রবিবার ইন্সট্রাগ্রামে পোস্ট করে কোয়েসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন জনি অ্যাকোস্টা। সোমবার সেই পোস্টে কাশিম, জনি অ্যাকোস্টাকে ভাই সম্বোধন করে লেখেন-
আমরা দুজনে মিলে একসঙ্গে দারুন ভাবে কোয়ারেন্টিনে ছিলাম। দুর্ভাগ্যবশত ইস্টবেঙ্গল ক্লাব এই সময়টা আরও কঠিন করে দিয়েছে আমাদের। তবে আমরা হতাশ কোয়েস ইস্টবেঙ্গলের আচরণে। ওরা খেলোয়াড়দের অসম্মান করেছে। বিশেষ করে আমাদের মতো বিদেশিদের। ইস্টবেঙ্গল অসাধারণ ক্লাব। এই ক্লাবের, টিমের অংশ হয়ে আমি দারুন তৃপ্ত। এই ক্লাবের সমর্থকরাও দারুন। তারা যেমন এই কঠিন পরিস্থিতি আসা করেনি। আমরা ফুটবলাররাও এই কঠিন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে এরকম ব্যবহার আশা করি নি। সাবধানে থেকো। ভাল থেকো। আশা করি, খুব শীঘ্রই আমাদের দেখা হবে অ্যাকোস্টা ভাই।
মিনার্ভা পঞ্জাব থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন কাশিম আইদারা। লাল-হলুদ জার্সি গায়ে দুই মরশুম খেলেন তিনি। গত বছর তাঁকে ছেড়ে দেবে ঠিক করেছিল কোয়েস ইস্টবেঙ্গল। কিন্তু বড় চেহারার ডিফেন্সিভ মিডফিল্ডার না পাওয়ায়, তাঁকে রেখে দেন আলেজান্দ্রো মেনেন্ডজ গার্সিয়া। করোনা ভাইরাসের জন্য আই লিগ বাতিল হয়ে যাওয়ায় সব ফুটবলাররা ঘরে ফিরে গেলেও, কলকাতায় আটকে পড়েন কাশিম সহ বেশ কয়েকজন বিদেশি। সোমবার জনি ফিরে যাওয়ায় ইস্টবেঙ্গলের সকল বিদেশি ফুটবলার ফিরে গেলেন যে যার নিজেদের দেশে।