ভারতের বিরুদ্ধে ০-৪ হারের জন্য এই কারণকে দায়ী করলেন পাকিস্তান কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ ফলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। সুনীল ছেত্রীর হ্যাটট্রিক ও উদান্তা সিংয়ের গোল ছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে ৯০ মিনিট দাপুটে ফুটবল খেলেছে ভারত।
কিন্তু এই হারের জন্য নিজেদের খারাপ খেলা নয়, বরং ভিসা ও টিকিট সমস্যাকে কারণ হিসেবে তুলে ধরেছেন পাকিস্তান কোচ তোরবেন উইতাজিউস্কি।
আরও পড়ুন - সুনীল ম্যাজিকে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতীয় ফুটবল দলের
এই নিয়ে পাকিস্তান কোচ বলেছেন, "আমরা আমাদের ভিসা অনেক দেরিতে পেয়েছি আর মুম্বাই বিমানবন্দরে ইমিগ্রেশনে অনেক সমস্যা হয়েছিল। তাই ছেলেদের পক্ষে কাজটা কঠিন হয়ে পড়েছিল। বুধবার দলের অন্তিম গ্রুপের ছেলেরা পৌঁছেছিল। তাই এটি সহজ নয়।"
"নিশ্চয়ই, আমরা পরিস্থিতি বদলাতে পারব না। কিন্তু আমরা যদি আরও বেশি সময় পেতাম, তাহলে পারফর্মেন্স অন্যরকম হতে পারত।"
মরিশাস থেকে মুম্বাইতে বুধবার মধ্যরাত ১টায় আসে পাকিস্তান দল। তবে ৩২ সদস্যের পাকিস্তান দলের এক বিমানে রাখা সম্ভব হয়নি। যার ফলে দুটি গ্রুপে করে আসতে হয়েছে।