ভারতীয় ফুটবলের মক্কাকে বাদ দিয়েই মহিলাদের এশিয়ান কাপ আয়োজিত হবে, ঘোষিত ভেন্যু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলের মক্কা হিসেবে পরিচিত বাংলা। আর যখন দেশে কোনও বড়সড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, তখন সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি কলকাতায় আসার কথা, সে নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী ২০২২ সালে মহিলাদের এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে ভারত। আর সেখানে কলকাতায় ম্যাচ পড়বে, এমনটা আশা করা হয়েছিল।
কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং এএফসি মহিলা এশিয়ান কাপের আয়োজক কমিটি শুক্রবার এই টুর্নামেন্টের তিনটি ভেন্যু ঘোষণা করেছে। আর সেগুলি হল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম, আহমেদাবাদের ট্রান্সস্টাডিয়া এবং নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম। একটিও ম্যাচ পড়ল না কলকাতা তথা বাংলায়।
এই নিয়ে এএফসির সাধারণ সম্পাদক ডাটো উইন্ডসর জন বলেছেন, “এশিয়ায় নারীদের ফুটবল বিশ্বমানের, আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আয়োজক কমিটি দুর্দান্ত কিছু ভেন্যু বাছাই করেছেন যা এই টুর্নামেন্টের মান অনুযায়ী দুর্দান্ত একটি নজির তৈরি করবে। এএফসি কৃতজ্ঞ এআইএফএফ, আয়োজক কমিটি এবং তিন আয়োজক শহরের কাছে তাদের ডেডিকেশনের জন্য এবং আমরা নিশ্চিত যে এই টুর্নামেন্ট ভারতবর্ষে মহিলাদের ফুটবলের উত্তরণে বড় ভূমিকা নেবে।“
এদিকে এআইএফএফ প্রেসিডেন্ট এবং ফিফা কাউন্সিল সদস্য প্রফুল প্যাটেল বলেছেন, “আমরা উৎসাহী যে নয়া বছরটা এএফসি এশিয়ান কাপ দিয়ে শুরু করতে পারব। আহমেদাবাদ, ভুবনেশ্বর এবং নভি মুম্বই নিজেদের ফুটবলের পরিকাঠামো বৃদ্ধিতে অনেক কাজ করেছে।“
আগামী ১৩-২৫ সেপ্টেম্বর থেকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব আয়োজিত হবে। এবং ২০২২ সালের জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হবে এশিয়ান কাপের মূলপর্ব, যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি ২০২২ এ।