এশিয়ান কাপের কঠিন গ্রুপে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার কাতারে ২০২৩ এফসি এশিয়ান কাপের গ্রুপ বিন্যাসের অনুষ্ঠান হয়, যেখানে বেশ কঠিন গ্রুপে পড়ে ভারতীয় ফুটবল দল। গ্রুপ বিভাগে 'বি' গ্রুপে যায় ভারত।
ভারত ছাড়াও 'বি' গ্রুপে রয়েছে সিরিয়া, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে ১০৬ নম্বরে থাকা ভারত মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা অস্ট্রেলিয়া, ৭৭ নম্বরে থাকা উজবেকিস্তান এবং ৯১ নম্বরে থাকা সিরিয়ার।
ফলে স্বাভাবিক ভাবেই নক আউট রাউন্ডের রাস্তা বেশ কঠিন হতে চলেছে সুনীল ছেত্রীর দলের জন্য তা বলাই যায়।
১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সাথে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে এএফসি এশিয়ান কাপ।
এছাড়া গ্রুপ 'এ' তে রয়েছে কাতার, চীন, তাজিকিস্তান, লেবানন। 'সি' গ্রুপে রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং প্যালেস্টাইন। 'ডি' গ্রুপে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম। 'ই' গ্রুপে রয়েছে কোরিয়া রিপাবলিক, মালয়শিয়া, জর্ডান এবং বাহরিন। 'এফ' গ্রুপে রয়েছে সৌদি আরব, থাইল্যান্ড, কিরগিজস্তান রিপাবলিক এবং ওমান।