দুই মরশুমের চুক্তিতে লা লিগার তারকা স্ট্রাইকার আদ্রিয়ান লোপেজকে আনতে চলেছে মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশ কয়েক সপ্তাহ আগে খবর এসেছিল, লা লিগার ক্লাব ওসাসুনার তারকা ফরোয়ার্ড আদ্রিয়ান লোপেজের প্রতি আগ্রহ দেখিয়েছে আইএসএল জয়ী ফ্র্যাঞ্চাইজি মুম্বই সিটি এফসি। চ্যাম্পিয়নস লিগ খেলা এই ফরোয়ার্ড ১০ কোটি টাকার হলেও মুম্বইয়ের বর্তমান কর্তৃত্ব সিটি ফুটবল গ্রুপের কাছে রয়েছে - এর জেরে এই ডিল হওয়া খুব কঠিন ছিল না।
এবার যা খবর, তাতে আগামী দুই বছরের চুক্তিতে আদ্রিয়ান লোপেজকে ভারতে আনতে চলেছে মুম্বই। আগামী জুন মাসে চুক্তি শেষ হচ্ছে লোপেজের। এদিকে জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকেই লোপেজের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছিল দুই পক্ষ। ফলে এফসি পোর্তোর হয়ে খেলা এই ফরোয়ার্ডকে এনে দারুণ চমক দিতে চলেছে মুম্বই।
যদিও চলতি লা লিগায় চোট ও অফ ফর্মের জেরে ভালো পারফর্ম করতে পারছেন না আদ্রিয়ান। ৩৩ বছরের এই ফরোয়ার্ড গত ছয় মাস ধরে লিগ খেলেননি, এবং বর্তমান ওসাসুনা কোচ জাগোবা আরাসাতের পরিকল্পনাতেও নেই তিনি। ওসাসুনায় একাধিক ফরোয়ার্ডের লড়াইয়ে সুযোগও পাননি এই স্প্যানিশ স্ট্রাইকার। ফলে কেরিয়ারে নয়া চ্যালেঞ্জ নিতেই তিনি মুম্বই সিটি এফসিতে আসছেন। তা ছাড়াও, আগামী মরশুমের এশিয়ান চ্যাম্পিয়নস লিগে মুম্বই থাকায় সেখানেও বড় ভূমিকা রাখতে চাইবেন আদ্রিয়ান।