আবাহনী ম্যাচ আমাদের কাছে ফাইনাল! আশিক-দিমিত্রিকে নিয়ে বড় আপডেট দিলেন ফেরান্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার এএফসি কাপের প্লে-অফে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহনবাগান। শেষ ম্যাচে মাছিন্দ্র এফসি বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছিল মোহনবাগান। অতীতের ভুল আর খারাপ পারফরমেন্সকে ঝেড়ে ফেলে দিতে চান মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। এদিন সাংবাদিক সম্মেলনে জানালেন একাধিক বিষয় নিয়ে।
গত কয়েকদিনের সবচেয়ে জল্পনার বিষয় যেটি ছিল সেটি হল, ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে ভাবিত নয় সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্ডো। তিনি বলেন, "আমি প্রতিপক্ষ নিয়ে সেভাবে ভাবিত নই। ওদের দলে ৯ জন বিদেশি রয়েছেন আমাদেরও ৬ জন বিদেশি রয়েছে। আমরা আমাদের দলের পারফরমেন্স নিয়ে ভাবতে চাই।"
এছাড়াও কোচ ফেরান্ডো গত ম্যাচে চোট পাওয়া আশিক কুরুনিয়ান ও দিমিত্রি পেত্রাতসের বর্তমান অবস্থা নিয়েও জানিয়েছেন। তিনি বলেন, "ওরা এখন সুস্থ রয়েছেন। তবে আগামীকাল ম্যাচে খেলবেন কিনা এখনই বলা সম্ভব নয়। আমরা আজ অনুশীলন করব। তারপর সিদ্ধান্ত নেব। তবে ওরা ফিট রয়েছে। আমরা কাজ চালাচ্ছি। একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এরমধ্যে দিয়েই আমাদের ভালো পারফরমেন্স করতে হবে।"