এসসি ইস্টবেঙ্গল ছাড়লেন অ্যারন আমাদি হলোওয়ে, খেলবেন এই ক্লাবের হয়ে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নতুন ঘর পেলেন এসসি ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড বিদেশী অ্যারন আমাদি হলোওয়ে। যোগ দিলেন ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব বার্টন অ্যালবিয়নে। এক বছরের চুক্তিতে বার্টনে খেলবেন হলোওয়ে।
বার্টনে সই করে উচ্ছ্বসিত আমাদি। তিনি বলেছেন, "আমি খুবই খুশি বার্টন আলবিয়নে সই করতে পেরে। আমি কয়েক সপ্তাহ ধরে এখানে রয়েছি তাই আমার খুব ভালো লাগছে চুক্তিবদ্ধ হতে পেরে এবং লিগ ওয়ানে খেলতে পেরে।"
এসসি ইস্টবেঙ্গলের হয়ে অধিকাংশ ম্যাচেই সুপার সাব হিসেবে নামতেন হলোওয়ে, যদিও সুপার সাবের কাজটা হাসিল করতে পারতেন না তিনি। যদিও শারীরিক শক্তিতে বেশ নজর কেড়েছিলেন হলোওয়ে। তবুও যেন সমর্থকদের কাছে পছন্দের পাত্র হয়ে উঠতে পারেননি হলোওয়ে।