মহিলা আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই বড় জয় পেল ইস্টবেঙ্গলের মেয়েরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মহিলা আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন। নদীয়ার তেহট্ট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে দেখা যায় লাল-হলুদ ব্রিগেডের মেয়েদের। প্রথম থেকেই আক্রমণাত্বক খেলতে শুরু করে ইস্টবেঙ্গলের মেয়েরা। ৮-০ গোলের ব্যবধানে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নেয় তাঁরা। এদিন ইস্টবেঙ্গলের সামনে কার্যত দাঁড়াতেই পারলো না নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন।
ম্যাচের ৬ মিনিটের মাথায় প্রথম গোল করেন তুলসী হেমরম। এই ম্যাচে হ্যাটট্রিকও করেন তুলসী। ম্যাচের ৬,২৩ ও ৬১ মিনিটে তিনটি গোল করেন তুলসী। এছাড়াও লাল-হলুদের হয়ে হ্যাটট্রিক করেন অধিনাইকা মৌসুমী মূর্মু। ম্যাচের ২২,৪১ ও ৮০ মিনিটে গোল করেন তিনি।
আরও পড়ুন: নিউমোনিয়ার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পর্বতারোহী পিয়ালি বসাক, কেমন আছেন তিনি?
এছাড়াও ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের ২৯ ও ৭১ মিনিটে সুস্মিতা বর্ধন ও সুলোনজনা রাউলের গোলে মোট ৮ গোল করে লাল-হলুদ ব্রিগেড। নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন অবশ্য একটাও গোল করতে পারেনি। সব মিলিয়ে প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গলের মেয়েরা।