কাতারে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য সম্ভাব্য ২৮ সদস্যের দল ঘোষণা ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কাতার, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের বাকি তিন ম্যাচ খেলতে কয়েক দিনের মধ্যেই দোহা উড়ে যাবে ভারতীয় দল। আর সেই কারণে ২৮ সদস্যের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করেছেন কোচ ইগর স্টিম্যাচ।
আবারও জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। এছাড়া এএফসি চ্যাম্পিয়নস লিগে দারুণ পারফর্ম করার জন্য সু্যোগ পেলেন গ্লেন মার্টিন্স। গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে কেবল একজন বাঙালি গেলেও এবারের দলে রয়েছে তিন বাঙালি। প্রীতম কোটাল ছাড়াও সুযোগ পেয়েছেন প্রণয় হালদার ও শুভাশিস বোস।
যদিও চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফর্ম করা রাইট ব্যাক সেরিটন ফার্নান্ডেজকে সুযোগই দেওয়া হল না। এক নজরে দেখে নেওয়া যাক ২৮ সদস্যের এই ভারতীয় দল।
গোলকিপার - গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরাজ সিং।
ডিফেন্ডার - প্রীতম কোটাল, রাহুল ভেকে, নরেন্দ্র গেহলট, চিঙ্গলসানা সিং, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান, আকাশ মিশ্রা, শুভাশিস বোস।
মিডফিল্ডার - উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, রাউলিন বোর্জেস, গ্লেন মার্টিন্স, অনিরুদ্ধ থাপা, প্রণয় হালদার, সুরেশ সিং, লালেংমাউইয়া রালতে, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিং সিং, আশিক কুরুনিয়ন।
ফরোয়ার্ড - ইশান পন্ডিতা, সুনীল ছেত্রী, মনবীর