২১শে জুন ভারত-পাকিস্তান মহারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রকাশিত হল ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচী। আগামী ২১শে জুন থেকে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শুরু হতে চলেছে ১৪ তম সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুয়েত এবং নেপাল।
অন্যদিকে ভারত প্রথমেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। ২১শে জুন ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ শুরু হবে এই ম্যাচ।
পাকিস্তান ম্যাচের পর ২৪শে জুন সন্ধ্যা ৭ঃ৩০ টায় ভারতীয় দল খেলবে নেপালের বিরুদ্ধে। এরপর সুনীল ছেত্রীর দল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে কুয়েতের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২৭ জুন সন্ধ্যা ৭ঃ৩০।
গ্রুপ পর্যায় প্রথম দুই স্থানে শেষ করা দেশ পৌছে যাবে সেমিফাইনালে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৪ জুলাই।