ডর্টমুন্ডের হয়ে হ্যাটট্রিক করলেন কলকাতায় খেলে যাওয়া ইংল্যান্ডের বিশ্বকাপার...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: কলকাতার সমর্থকরা ইংল্যান্ডের হয়ে তাঁর খেলা খুব একটা দেখার সুযোগ পাননি যুবভারতীতে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঝপথেই তাঁকে ডেকে নিয়ে ছিল তাঁর ক্লাব বরসুয়া ডর্টমুন্ড। সেই ডর্টমুন্ডের হয়ে রবিবার বুন্দেশলিগায় হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্টার ফুটবলার জ্যাডন স্যাঞ্চো। তাঁর হ্যাটট্রিকের সৌজন্যে বড় জয় পেল ডর্টমুন্ড। রবিবার লিগের খেলায় তারা ৬-১ গোলে হারাল প্যাডারবোর্নকে। ডর্টমুন্ডের হয়ে বাকি তিনটে গোল থোর্গান হ্যাজার্ড, আশরাফ হাকিমি ও মার্সেল স্মেলজার।
বড় জয় পেলেও, লিগের দ্বিতীয় স্থানে আছে তারা। তাদের ২৯ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট। গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের থেকে ৭ পয়েন্ট পিছনে তারা। বায়ার্নের এখন ৬৭ পয়েন্ট।
ডর্টমুন্ডের হয়ে হ্যাটট্রিক করার পর জার্সি খুলে ফেলেন ২০ বছর বয়সী উইঙ্গার স্যাঞ্চো। তাঁর ইনার টি শার্টে লেখা 'জাস্টিস ফর জর্জ ফ্লয়েড'। ২৫ শে মে পুলিশের অত্যাচারে মারা যান এই আফ্রিকান আমেরিকান। জার্সি খোলার অপরাধে স্যাঞ্চোকে কার্ডও দেখান রেফারি।
First professional hat trick ??. A bittersweet moment personally as there are more important things going on in the world today that we must address and help make a change. We have to come together as one & fight for justice. We are stronger together! ❤️ #JusticeForGeorgeFloyd ?? pic.twitter.com/ntOtwOySCO
— Jadon Sancho (@Sanchooo10) May 31, 2020