মোহনবাগানের শূন্যস্থান পূরণ করার জন্য আই লিগে দল নিতে চায় ফেডারেশন

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: আই লিগে মোহনবাগানের শূন্যস্থান পূরণ করার ভাবনা ফেডারেশনের। ২০২০-২১ মরশুমের জন্য ১০ জুন বিডস পেপার ওপেন করতে চলেছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। সময়সীমা ২০ জুন পর্যন্ত।
যে সমস্ত জায়গায় থেকে আই লিগের কোনও দল নেই, সেই সমস্ত জায়গাগুলি থেকে দল নেওয়া হবে। এই জায়গাগুলি হল নিউ দিল্লি, রাঁচি, জয়পুর, যোধপুর, ভূপাল, লখনৌ ও আহমেদাবাদ। এই জায়গাগুলি থেকে যে কোনো ক্লাব ৪ লক্ষ টাকা ড্রাফট ফেডারেশনে জমা দিয়ে আই লিগে খেলার জন্য আবেদন করতে পারে।
২০২০-২১ মরশুমে আই লিগে নেই মোহনবাগান। তারা এটিকে'র সঙ্গে যুক্ত হয়ে আইএসএল খেলবে। ফলে স্বভাবতই দল কমে যাচ্ছে আই লিগে। সেই জায়গা পূরণ করার জন্য আই লিগে দল নিতে চায় ফেডারেশন।