ধোনির পর এবার ম্যাচের সময় ও শিশির নিয়ে প্রশ্ন তুললেন ডেভিড ওয়ার্নার ও জাহির খান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ম্যাচ শুরুর সময় অর্থাৎ সন্ধ্যে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার এই একই ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ জাহির খান।
মূলত এই তিনজনের এই প্রশ্নের বিষয় হচ্ছে, টুর্নামেন্ট এগোনোর সাথে সাথে এই তাড়াতাড়ি খেলা শুরু হওয়ার জন্য শিশিরের প্রভাব কতটা পড়বে। রবিবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর ডেভিড ওয়ার্নার বলেছেন, “শিশির বড় তফাত গড়ে দিয়েছে। যদি বোলাররা ওভারপিচ করে, সেটি মারা সহজ হচ্ছিল। এবং ওদের টিমে যে উচ্চতা ছিল, ক্রস সিমের সাথে আমাদের দিকে থেমে আসছিল।“
এদিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নামার আগে প্রি ম্যাচ সাংবাদিক বৈঠকে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ জাহির খানও একই কথা তুলেছে। তিনি বলেছেন, “যদি শিশিরের প্রভাব থেকে থাকে, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে টুর্নামেন্ট কিভাবে এগোচ্ছে। আমরা যত বেশি বেশি ম্যাচ খেলব, তখন দেখার বিষয় হবে যে এই প্রভাব একটি টিমের ক্ষেত্রে সুবিধাজনক হচ্ছে কিনা!”
এদিকে দিল্লির বিরুদ্ধে হারের পর সিএসকে অধিনায়ক ধোনি ম্যাচের সময় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেছিলেন, “শিশিরকে মাথায় রেখে ব্যাট করতে নামলে, আপনাকে ১০-১৫ রান অতিরিক্ত করতে হত – এমন ঘটনা হত যখন খেলা রাত আটটায় শুরু হত। এখন সাড়ে সাতটায় শুরু হওয়ার অর্থ হল প্রতিপক্ষের কাছে অন্তত আধঘন্টা থাকবে যেখানে মাঠে খুব কম শিশির থাকবে, যার ফলে দ্বিতীয় ইনিংসে যতটা ভালোভাবে ব্যাটে আসত, তা আর আসবে না।“