গুজরাটের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে লখনউকে জিতিয়ে নজর কাড়লেন কলকাতার ছেলে যশ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার গুজরাট টাইটান্সকে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। আর এই ম্যাচে দুরন্ত বোলিং করেন যশ ঠাকুর, চার ওভারে ৩০ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি, যা এই তরুণ পেসারের আইপিএল কেরিয়ারে প্রথম পাঁচ উইকেট।
তবে জানেন কী? এই যশের জন্ম কলকাতায়। ১৯৯৮ সালের ২৮ ডিসেম্বর কলকাতায় জন্ম যশের, ছোটবেলা কেটেছিল তিলোত্তমাতেই। এমনকি, যশের ক্রিকেটের শুরুও হয়েছিল এই কলকাতায়। তবে বাবার কাজের সূত্রে মুম্বাই চলে যেতে হয়েছিল যশকে। কিন্তু ক্রিকেটের নেশা যায়নি তার।
অল্প বয়স থেকে মহেন্দ্র সিং ধোনির ভক্ত ছিলেন যশ, চেয়েছিলেন তার মত উইকেটকিপার হতে। বিদর্ভের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সময়ে কিপিং করেছিলেন যশ। কিন্তু হাতের জোর বাড়াতে যখন নেটে পেস বোলিং করতেন যশ, সেই সময়ে বিদর্ভের তৎকালীন কোচ প্রবীণ হিঙ্গনিকর বুঝতে পারেন তার আসল প্রতিভার কথা। সেই সময়েই যশকে পেসার হওয়ার পরামর্শ দেন প্রবীণ।
এরপর উইকেটকিপার থেকে পেসার হওয়ার লড়াই শুরু যশের। ২৫ বছর বয়সী এই বোলার বিদর্ভের হয়ে ২২টি প্রথম শ্রেণীর ম্যাচে নিয়েছেন ৬৭টি উইকেট। এদিকে ৩৭টি লিস্ট এ ম্যাচে ৫৪টি এবং ৪৯টি টি২০ ম্যাচে ৭৪টি উইকেট নিয়েছেন যশ। এখন ধোনি নন, বরং বিদর্ভের তারকা পেসার উমেশ যাদবকে আদর্শ মেনে চলেন যশ। সেই উমেশের দল গুজরাটের বিরুদ্ধেই পেলেন আইপিএলের প্রথম পাঁচ উইকেট।