গতবারের মত সুরক্ষিত ছিল না এবারের জৈব বলয়, আইপিএল ২০২১ নিয়ে কড়া বার্তা ঋদ্ধিমানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলের জৈব বলয়ের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক কিংবদন্তী ক্রিকেটার, প্রশ্ন তুলেছেন কয়েক জন বিদেশী ক্রিকেটাররাও। তবে কার্যত চুপ ছিলেন বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু সত্যি কথা চেপে রাখতে পারেন না ঋদ্ধিমান। আর তাই স্পষ্ট ভাষায় বার্তা দিলেন, গত বছরের তুলনায় সুরক্ষিত ছিল না এবারের জৈব বলয়।
এবারের আইপিএলে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলার এই উইকেটকিপার, যার জেরে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিসিসিআই। এবার সুস্থ হওয়ার পর ঋদ্ধি দাবি করেছেন, জৈব বলয়ের কোনও সুরক্ষাই পালন করা হয়নি এবারের টুর্নামেন্টে।
এই নিয়ে একটি সাক্ষাৎকারে ঋদ্ধি বলেছেন, "এটি স্টেকহোল্ডারদের কাজ পর্যবেক্ষণ করা, কিন্তু একটি কথা যেটি আমি বলব তা হল সংযুক্ত আরব আমিরশাহিত একজন বাইরের লোক আমাদের অনুশীলনে প্রবেশ করেনি, এমনকি কোনও গ্রাউন্ড স্টাফও নয়। এখানে সব সময় লোক থাকত, আশেপাশের দেওয়াল থেকে বাচ্চারা উঁকি মারত।"
এরপর ঋদ্ধি বলেছেন, "আমি কোনও মন্তব্য করতে চাই না কিন্তু আমরা দেখেছি যে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল সুষ্ঠুভাবে হয়েছে এবং এই বছর ভারতে আসার পরেই সংক্রমণের সংখ্যা বেড়েছে।"
এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান মনে করেন, গতবারের মত এই বছরেও সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হলেই ভালো হত। এই নিয়ে ঋদ্ধির বক্তব্য, "আমি জানি না কি হতে পারত, কিন্তু মনে করি যে আরও ভালো হত যদি এই বারেও সংযুক্ত আরব আমিরশাহিতেও টুর্নামেন্টটি হত। এই ব্যাপারটি পুরো স্টেকহোল্ডারদের উপর নির্ভরশীল।"
এদিকে আইপিএলের বাকি ৩১টি ম্যাচ কোথায় হবে, সে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বিসিসিআই। সেপ্টেম্বরের দিকে ইংল্যান্ড না সংযুক্ত আরব আমিরশাহিতে এই টুর্নামেন্ট হবে, এই জল্পনা তুঙ্গে। যদিও যা সম্ভাবনা, ইংল্যান্ডে যদি আইপিএল আয়োজনে খরচ বেশি হয়ে যায়, তাহলে সংযুক্ত আরব আমিরশাহিকেই বেছে নেওয়া হবে।