আফগানিস্তানে প্রবল সমস্যায় কি আদৌ আইপিএল খেলবেন মহম্মদ নবি ও রশিদ খান? এল বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে তালিবানি আক্রমণের জেরে জেরবার আফগানিস্তান। স্বয়ং রাষ্ট্রপতির পলায়ণে গোটা দেশ দখল করে নিয়েছে তালিবানরা। আর এর জেরে আফগান ক্রিকেটেও এসেছে অনিশ্চয়তা।
এই মুহুর্তে আফগানিস্তানের দুই সেরা ক্রিকেটার রশিদ খান ও মহম্মদ নবি খেলছেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। ট্রেন্ট রকেটসের হয়ে খেলছেন রশিদ, আর লন্ডন স্পিরিটসের হয়ে খেলছেন মহম্মদ নবি। তবে এই টুর্নামেন্টের পর কি আইপিএল খেলতে আসবেন নবি ও রশিদ? এই নিয়ে উঠছে বড় প্রশ্ন। শুধু তাই নয়, স্পিনার মুজিব উর রহমানও রয়েছেন আইপিএলে।
আর এই নিয়ে বার্তা পাওয়া গেল বিসিসিআইয়ের তরফ থেকে। বোর্ডের এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, "খুব তাড়াতাড়ি হবে এই বিষয়ে মন্তব্য করার জন্য। আমাদের পক্ষে, এখনও কোনও কিছু বদলায়নি এবং আমরা আশা করছি রশিদ ও অন্যান্য আফগান খেলোয়াড়রা আইপিএলের অংশ হন।"
বিসিসিআই এই নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করবে। এখন দেখার, দ্য হান্ড্রেডের পর আগামী ২১ আগস্ট কি আফগানিস্তানে নিজেদের পরিবারের কাছে ফিরে যাবেন রশিদ-নবিরা? নাকি আগামী ১৫ সেপ্টেম্বর ম্যানচেস্টার থেকে বিসিসিআই তাদের ভারত-ইংল্যান্ড ক্রিকেটারদের সাথে একই চার্টার বিমানে করে দুবাইতে আনবে।