মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কবে বোলিং করবেন হার্দিক পান্ডিয়া? জাহির খান দিলেন বড়সড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতের হয়ে বল করেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আদৌ কি বল করবেন হার্দিক? আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এক ওভারও বল করেননি হার্দিক।
এদিকে হার্দিকের বল না করা নিয়ে দলের ওপেনার ক্রিস লিন বলেছিলেন যে হার্দিকের কাঁধে সামান্য সমস্যা রয়েছে। এবার সেই কথাটি সম্মতি দিয়ে দিলেন ক্রিকেট অপারেশনসের ডিরেক্টর জাহির খান, মূলত তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বল না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জাহির আশ্বস্ত করেছেন, এবারের আইপিএলে বল করবেন হার্দিক পান্ডিয়া, এই তারকা অলরাউন্ডারকে সম্পূর্ণ প্যাকেজ হিসেবে উল্লেখ করেছেন জাহির।
এই নিয়ে জাহির খান বলেছেন, “সম্পূর্ণ প্যাকেজ হিসেবে হার্দিকের একটি বিশাল মূল্য রয়েছে। গত ম্যাচে ছিল ওয়ার্কলোড সংক্রান্ত বিষয়। উনি ভারত-ইংল্যান্ড সিরিজে বল করেছেন, শেষ ওয়ানডে ম্যাচে উনি নয় ওভার বল করেছেন। আর সেই কারণে ফিজিওর সাথে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।“
এদিকে হার্দিকের কাঁধের সমস্যা থাকা সত্ত্বেও তিনি বল করবেন, সে নিয়ে আশাবাদী জাহির। তিনি বলেছেন, “কাঁধে সামান্য সমস্যা রয়েছে। আমার খুব বেশি চিন্তাদায়ক মনে হচ্ছে না, আপনারা খুব শীঘ্রই ওনাকে বল করতে দেখবেন। দিনক্ষণ জানতে গেলে, আপনাদের ফিজিওকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু টুর্নামেন্টে হার্দিকের বোলার হিসেবে আগমণকে দেখলে, আমরা আত্মবিশ্বাসী যে উনি বল করবেন।“
এদিকে দলের ষষ্ঠ বোলার হিসেবে অভিজ্ঞ ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে বেছেছেন জাহির। ঘরের মাঠে না খেলার দরুণ দলকে অনেকটা সামঞ্জস্য আনতে হবে, সে নিয়েও বার্তা দিয়েছেন প্রাক্তন এই বাঁ হাতি পেসার। তিনি বলেছেন, “পোলার্ড আমাদের ষষ্ঠ বোলিং অপশন। উনি একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং সেই কারণে উনি অবশ্যই আমাদের ষষ্ঠ বোলিং অপশন। আর যখনই হার্দিককে পাওয়া যাবে, উনি আমাদের আর এক বোলিং অপশন হয়ে যাবেন। আমরা খুব চিন্তিত নই এই বিভাগে। আমাদের কেবল মানিয়ে গুছিয়ে নিতে হবে। এই বছর এটি একটি ভিন্ন ফর্ম্যাট এবং আমাদের দেখতে হবে সেই সামঞ্জস্যকে যেহেতু আমরা ঘরের মাঠে খেলতে পারছি না।“