আইপিএলে লাগাতার বল করেও কেন ইংল্যান্ড সফরে জায়গা পেলেন না শামি! বিসিসিআই দিল এই যুক্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২৩ বিশ্বকাপের পর থেকেই চোট নিয়ে ভুগছিলেন, তবে চলতি আইপিএলে লাগাতার বল করে নিজের ফিটনেসের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন মহম্মদ শামি। তবুও এই তারকা পেসারকে সুযোগ দেওয়া হল না ইংল্যান্ড সফরে। তবে এর জন্য ফর্ম নয়, ফিটনেসকে তুলে ধরেছেন নির্বাচকরা।
শনিবার দল ঘোষণার সময়ে শামির বাদ পড়া নিয়ে প্রশ্ন এলে প্রধান নির্বাচক অজিত আগরকার বলেছেন, "এখনও পুরোপুরি সেরে ওঠেননি শামি। আমরা ভেবেছিলাম ওনাকে ইংল্যান্ড সিরিজে পাব। কিন্তু সেটা হচ্ছে না। উনি একজন অসাধারণ ক্রিকেটার। চাইব, দ্রুত ফিট হয়ে উঠুন শামি।"
চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন শামি। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন তিনি। কিন্তু ৩৪ বছর বয়সী শামির টেস্ট ক্রিকেট খেলা নিয়ে একপ্রকার অনিশ্চয়তা ছিলই। এবার তাতে কার্যত শিলমোহর দিয়েই দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।