বেঙ্গল প্রো টি২০ লিগের উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রিয় বলিউড গায়িকা, থাকবে আরও চমক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএলের ধাঁচে বাংলার বুকেও শুরু হয়েছে জমজমাট টি টোয়েন্টি লিগ। সিএবি আয়োজিত বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হতে চলেছে জুন মাসে। আর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে একাধিক চমক।
খবর অনুযায়ী, আগামী ১১ জুন শুরু হতে চলেছে ২০২৫ বেঙ্গল প্রো টি ২০ লিগ। আর এই শুভ উদ্বোধনে পারফর্ম করবেন প্রখ্যাত শিল্পী সুনিধি চৌহান।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারে আরও বেশ কিছু চমক।
মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে হবে এই জমজমাট টি টোয়েন্টি টুর্নামেন্ট। ২০২৪ মরসুমে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন হয়েছিল সোবিস্কো স্ম্যাসার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। সর্বোচ্চ রান করেছিলেন প্রিয়াংশু এবং সর্বোচ্চ উইকেট ছিল মুকেশ কুমারের নামে।