কে হতে পারেন দিল্লীর অধিনায়ক?

মার্চ ২৫ : কয়েকদিন আগেই দিল্লী ক্যাপিটালস ম্যানেজমেন্ট সাফ করে দেয় তাঁরা শ্রেয়সকেই অধিনায়ক হিসেবে দেখছে । কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে বাম কাঁধে গুরুতর চোট পান শ্রেয়স । গোটা আইপিএলে পাওয়া যাবে না তাঁকে । তাই আইপিএলে এবার দিল্লীর সেনাপতি হবেন অন্য কেউ ।
কে হতে পারেন তিনি ? সাফ করেনি দিল্লী ক্যাপিটালস ।
আসুন দেখে নেওয়া যাক কারা হতে পারেন দিল্লীর অধিনায়ক হওয়ার পয়লা নম্বর দাবিদার।
অশ্বিন
আন্তর্জাতিক স্তরে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা বিশেষ না থাকলেও আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ( বর্তমান পাঞ্জাব কিংস) অধিনায়কত্ব করেছেন রবিচন্দ্রন অশ্বিন । তাদের হয়ে ২৮ ম্যাচে অধিনায়কত্ব করে অশ্বিন জিতেছেন ১২টি ম্যাচ । একদিকে জাতীয় লেজেন্ড অন্যদিকে দীর্ঘ আইপিএল কেরিয়ার , এই দুটি জিনিসই অশ্বিনের পক্ষে যেতে পারে ।
অজিঙ্ক রাহানে
শ্রেয়স ছিটকে যাওয়ায় দলে নিয়মিত সদস্য হতে চলেছেন রাহানে । রাজস্থান রয়্যালস ও রাইজিং পুনে সুপার জায়েন্টসের হয়ে সব মিলিয়ে ২৫ টি আইপিএল ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলেছেন রাহানে । জিতেছেন ৯ টি ম্যাচ । আইপিএল অধিনায়ক হিসেবে খুব একটা সফল না হলেও , কিছুদিন আগে হয়ে যাওয়া অস্ট্রেলিয়া সফরে বিরাটের অনুপস্থিতিতে একঝাঁক তরুণ খেলোয়াড়কে দুরন্ত নেতৃত্ব দেন রাহানে । দারুন প্রশংসিত হয় তাঁর অধিনায়কত্ব । তবে রাহানেকে অধিনায়ক নির্বাচান করলে যে রাহানের নিজের পারফরম্যান্সও থাকবে আতশ কাঁচের তলায় তা বলাই বাহুল্য।
স্টিভ স্মিথ
এই বছরই নিলামে তাঁকে কিনেছে দিল্লী । প্রাক্তন অজি অধিনায়কের নেতৃত্ব নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই । আইপিএলেও চোখ ধাঁধানো রেকর্ড তাঁর । পুনে সুপার জায়েন্টস , ধোনিকে সরিয়ে তাঁকে অধিনায়ক করার সময় তীব্র বিতর্ক সৃষ্টি হলেও পুনের হয়ে দুরন্ত অধিনায়কত্ব করেন তিনি । ১৫টির মধ্যে ১০টিতে জিতে পুনেকে ফাইনালে তোলেন তিনি । এছাড়াও রাজস্থান রয়্যালসের হয়ে ২৭টি ম্যাচে অধিনায়কত্ব করে তিনি জিতেছেন ১৫ টি ম্যাচ । কাজেই পন্টিংয়ের নোটবুকে এক নম্বর নামটি তাঁর হলে অবাক হওয়ার কিছুই থাকবে না ।
তবে এই সব নামের বাইরেও অন্য কাউকে অধিনায়কের হট সিটে বসিয়ে চমকে দিতে পারে দিল্লী। কারণ যুবশক্তির ওপর ভিত্তি করেই দল গড়েছেন দিল্লী ক্যাপিটালস কর্তৃপক্ষ । শ্রেয়সকেও অধিনায়ক হিসেবে বেছে চমকে দিয়েছিলেন তাঁরা। তাই শেষ পর্যন্ত সব বড় নামকে ছিটকে দিয়ে পৃথ্বী শ বা ঋষভ পন্থের মতো কাউকে যদি বেছে নেয় পন্টিং ম্যানেজমেন্ট তাহলেও অবাক হওয়ার থাকবে না কিছু ।