জানেন রাহুলের স্কুপ শটের গুরু কে?

মে ১০: কলকাতা নাইট রাইডার্সের এবারের মরশুম চূড়ান্ত হতাশাজনক হলেও যে কয়েকজন খেলোয়াড় কিছুটা হলেও আশার আলো দেখিয়েছেন তার মধ্যে রাহুল ত্রিপাঠি অন্যতম। এবছর বারবার সঠিকভাবে স্কুপ খেলতে দেখা গেছে তাকে। কিন্তু রাহুলের স্কুপ শটের গুরু কে? সেকথা কী জানেন?এদিন সামাজিক মাধ্যমে কেকেআরের তরফ থেকে প্রকাশ করা একটি ভিডিওতে ফাঁস করা হয়েছে সেই রহস্য। ভিডিওতে দেখা গেছে ছাত্র ত্রিপাঠী কে খুব মনোযোগ দিয়ে স্কুপ করতে শেখাচ্ছেন গুরু দীনেশ কার্তিক। গোটা ভিডিওটি ভাগ করা হয়েছে একাধিক ধাপে। যেমন, প্রথম ধাপে প্রয়োজন একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ। এক্ষেত্রে তিনি কার্তিক স্বয়ং। দ্বিতীয় ধাপে রাহুলকে দেখা যাচ্ছে শৈলীটি মনোযোগ সহ শিখতে। তৃতীয় ধাপে নেট-প্র্যাকটিস। আর চতুর্থ ধাপে দেখা যাচ্ছে কার্তিককে নিজের হাতে খেলে শটটির টুকটাক ভুলভ্রান্তি শুধরে দিতে। এবং শেষ পর্যন্ত এসবের পরে বারংবার অনুশীলন। ভিডিওতে দেখা যায় টেনিস বলে ক্রমাগত শটটির অনুশীলন করে চলেছেন ত্রিপাঠি। শেষ পর্যন্ত কার্তিক নিজেই প্রশংসায় ভরিয়ে দেন সুযোগ্য 'ছাত্র'কে।