রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানোর মূল কারিগর কে? বললেন শ্রেয়স আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়ে চলতি প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে অ্যাওয়ে ম্যাচ জিতল নাইটরা। তবে বরাবরের মতই নজর কাড়লেন বিরাট কোহলি। ৪টি করে চার ও ছয় মেরে ৫৯ বলে অপরাজিত ৮৩ রান করেন কোহলি। নাইটদের হয়ে বল হাতে নজর কাড়তে না পারলেও ব্যাট হাতে ঝড় তোলেন নারাইন। ফিল সল্ট (২০ বলে ৩০) এর সাথে ঝোড়ো শুরু করেন ক্যারিবিয়ান এই স্পিনার। মাত্র ২২ বলে ৪৭ রান করেন তিনি। এর জেরে পাওয়ার প্লে-তেই ম্যাচ নিজেদের আয়ত্ত্বে করে নেয় কলকাতা নাইট রাইডার্স।
ম্যাচ শেষে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন,
"ঘরের মাঠে আমাদের প্রথম ম্যাচের থেকে আমরা এই ম্যাচে অনেক ভালো অবস্থায় ছিলাম। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল, এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই। তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে।”
আরও পড়ুন: আলিঙ্গনেই সমাপ্ত বিরাট-গম্ভীর বিতর্ক
শ্রেয়স সুনীল নারাইনের প্রশংসা করে বলেছেন, “নারাইন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাব কি না সেটা ম্যাচের আগে ভাবনাচিন্তা করেছি। কিন্তু আজকের ইনিংসটা খুব ভাল। একটা দিক থেকে খুব ভাল ব্যাট করা যাচ্ছিল। আর একটা দিকে বল মাঝেমাঝে বাউন্স করছিল। পরের যে ব্যাটার নামছে তাঁকে আমরা এটাই বলে দিচ্ছিলাম।”
এছাড়াও প্লে-অফ নিয়ে আশাবাদী কেকেআর অধিনায়ক বলেন,"মরসুম সবে শুরু হয়েছে এবং আমরা এখন পর্যন্ত মাত্র দুটি জয় পেয়েছি। আপাতত মুহূর্তটা উপভোগ করতে চাই।”
বিরাট কোহলি বড় রানের পরও জয় পেল না রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি অধিনায়ক, ফাফ ডু প্লেসিস বলেন "প্রথম ইনিংসে উইকেট ধীরগতির ছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেট আরও ভাল হয়ে ওঠে। প্রথম ইনিংসে ব্যাটিং করা সহজ ছিল না। তবে সল্ট-নারিন যেভাবে ব্যাটিং করেছে, ফলে প্রথম ছয় ওভারেই ম্যাচটি আমাদের হাত থেকে বেরিয়ে যায়।"
একমাত্র বিজয়কুমার ভৈশাখ (৪-২৩-১) ছাড়া বাকি বাকি কোনও আরসিবি বোলারকে রেয়াত করেননি নাইট ব্যাটাররা। বিজয়কুমার ভৈশাখকে নিয়ে আরসিবি অধিনায়ক বলেন, "খুব ভালো। ভৈশাখ
খুব একটা সুযোগ পায়নি। আমরা লেগস্পিনার কর্নকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু তাঁকে তার কাটারের জন্য নিয়ে এসেছি। আমরা দেখেছি রাসেল তাঁর ৮০ শতাংশ বল কাটার করেছেন, তাই জানতাম যে এটি কাজ করবে। "