চেন্নাইয়ে এলেন 'থালা', সিএসকের প্রস্তুতি নিয়ে এল চমকে দেওয়া আপডেট

সব্যসাচী ঘোষ : আর কয়েক মাস বাদেই শুরু হবে আইপিএলের চতুর্দশ সংস্করণ। আর এবারের টুর্নামেন্টে গতবারের সমস্ত ভুল শুধরে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। গত বছরের হতশ্রী পারফর্মেন্সের পর এবার জিততেই মাঠে নামবে তিন বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি।
ইতিমধ্যেই চেন্নাই পৌছে গিয়েছেন অধিনায়ক তথা ভক্তদের 'থালা' মহেন্দ্র সিং ধোনি। পৌছেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অম্বাতি রায়ডুও। এবার এই অবস্থায় বড় প্রশ্ন হল, কবে থেকে প্রস্তুতি শিবির শুরু করবে চেন্নাই সুপার কিংস? জানা গিয়েছে, আগামী ৯ মার্চ থেকে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্রস্তুতি শিবির শুরু করবে সিএসকে। আপাতত চিদাম্বরম স্টেডিয়ামে প্রস্তুতি নেবেন মহেন্দ্র সিং ধোনি, অম্বাতি রায়ডু, ঋতুরাজ গায়কোয়াড় এবং আনক্যাপড তামিল খেলোয়াড়রা। সেই সময় তাদের প্রস্তুত করবেন বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং ফিল্ডিং কোচ রাজীব কুমার। থাকবেন স্থানীয় কর্তারাও।
কিন্তু বাকি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ কবে চেন্নাইয়ে আসবেন? এই নিয়ে ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, সুরেশ রায়না আগামী সপ্তাহের মধ্যে চলে আসবেন। এদিকে বাকি খেলোয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং সহ সাপোর্ট স্টাফের অধিকাংশ সদস্য আগামী ১৮ মার্চের মধ্যে প্রস্তুতি শিবিরে চলে আসবেন। এদিকে চোট থেকে সদ্য সেরে ওঠা রবীন্দ্র জাদেজা এপ্রিলের শুরুতে যোগ দিতে পারেন দলের সাথে।