কি হবে যদি আইপিএল ফাইনালের রিজার্ভ ডে-ও বৃষ্টি বিঘ্নতা ঘটায়? জানুন সকল সম্ভাবনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার প্রবল বৃষ্টির কারণে আইপিএল ২০২৩-এর ফাইনালের এক বলও খেলা হয়নি। যার ফলে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের এই মহারণ রিজার্ভ ডে অর্থাৎ সোমবার খেলা হবে। কিন্তু কি হবে যদি রিজার্ভ ডে-তেও বৃষ্টি ব্যাঘাত ঘটায়?
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যেবেলায় আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু আশা করা যায়, পুরো ৪০ ওভারের খেলা হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
আরও পড়ুন - খেলা না হওয়ায় স্টেশনের মাটিতেই ঘুমোলেন ধোনি ভক্তরা
কিন্তু কি হবে যদি বৃষ্টি ব্যাঘাত ঘটায় বা রবিবারের মত গোটা ম্যাচই ভেস্তে দেয়? চলুন দেখে নিই সমস্ত সম্ভাবনা।