এটাই ধোনির শেষ আইপিএল? মুখ খুললেন চেন্নাই সিইও

এপ্রিল ৮ : তিনি কিংবদন্তি , বাংলার মহারাজের প্রস্থানের পর ভারতীয় ক্রিকেটের রাজপাট সামলেছেন রাজার মতই । কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন একেবারে নিভৃতে । নেননি কোনও রকমের বিদায় সম্ভাষণও । মহেন্দ্র সিংহ ধোনি যেন সব ব্যাপারেই সবার থেকে আলাদা , নিজের মতো । তবুও আন্তর্জাতিক ক্রিকেটে না থাকায় বারবার সামনে এসে যায় একটাই প্রশ্ন , আইপিএল থেকেও কী আচমকাই বিদায় নেবেন চেন্নাইয়ের 'থালা' ?
উত্তর দিলেন চেন্নাই সুপার কিংসেরই সিইও কাশী বিশ্বনাথন । তাঁর কথায় এটা একেবারেই ক্যাপ্টেন কুলের ব্যক্তিগত সিদ্ধান্ত । কিন্তু তাঁর মতে এখনই অবসর নিয়ে ভাবছেন না ধোনি , আর তাঁরাও চেন্নাইয়ের পক্ষ থেকে এখনই কোনও বিকল্পের কথাও ভাবছেন না । বিশ্বনাথনের কথায় , "আমার মনে হয় না এটা ওঁর শেষ মরশুম। আমার ব্যক্তিগত মত অন্তত এটাই আর আমরাও আপাতত কোনও বিকল্পের খোঁজ করছি না । "
পাশাপাশি বিশ্বনাথন এও বলেন ক্রিকেট সম্পর্কে ধোনির দৃষ্টি অত্যন্ত স্পষ্ট , "এখন আমাদের দল খুবই ভালো জায়গায় আছে । ১০ -১৫ দিন ধরে অনুশীলনও চলছে । আমাদের পদ্ধতিতে আমাদের ভরসা আছে , অধিনায়ক হিসেবে ধোনিও খুব পরিষ্কার - তুমি সঠিকভাবে প্রস্তুতি নাও , যদি তোমার কার্যপ্রণালী ঠিক হয় , সাফল্য আসবেই । "
গত মরশুমের আইপিএল একেবারেই ভালো যায়নি মাহির , ১৪ টি ম্যাচে করেছিলেন সাকুল্যে ২০০ রান , যা ব্যক্তিগত ভাবেও কোনও একটি আইপিএলে করা তাঁর সর্বনিম্ন রান । তবুও চেন্নাই কর্তৃপক্ষ যে কোনভাবেই তাঁর ওপর ভরসা হারাচ্ছেন না , সেটা স্পষ্ট হয়ে গেল চেন্নাই সিইও-র মন্তব্যে ।