কত ভারী আন্দ্রে রাসেলের ব্যাট? জানলে চমকে যাবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলছেন আন্দ্রে রাসেল। টি২০ ক্রিকেটে অত্যন্ত সফল 'ড্রে রাস'। কিন্তু যে ব্যাট দিয়ে এত বড় বড় ছক্কা হাঁকান, সেই ব্যাট কতটা ভারী? তারই ছবি এল সামনে।
সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে ওজন মাপার মেশিনে রাসেলের একাধিক ব্যাট মাপা হচ্ছে। এর মধ্যে একটি ব্যাটের ওজন ছিল ১২৯৯ গ্রাম। অন্য আর এক ব্যাটের ওজন ছিল ১৩১৫ গ্রাম। আরও একটি ব্যাটের ওজনও ছিল ১২৯৯ গ্রাম।
তবে একটি ব্যাট ধরে অখুশি হন রাসেল। তিনি বলেছেন, "আমার অতটা ভালো লাগছে না। এটা অনেক ভারী লাগছে। আমি ব্যাটের এই অংশটা বাদ দিতে চাইছি। বড্ড ভারী লাগছে। এই ব্যাটটা দেখুন, তারপর এটি দেখুন। যদিও বলছে যে এটা হালকা, ব্যাটটা বাকিগুলোর থেকে ভারী।"
এখন প্রশ্ন হল, আন্দ্রে রাসেলের ব্যাটের ওজন কত? রাসেলের ব্যাট প্রস্তুতকারক সংস্থা এসএস-এর ওয়েবসাইটে গেলে জানতে পারবেন, তারকা এই অলরাউন্ডারের ব্যাটের ওজন ১১৫০ থেকে ১১৯০ গ্রামের মধ্যে থাকে।
ব্যাট নিয়ে ব্যাটারদের মনে সব সময় একটি খুঁতখুঁতানি কাজ করে। ব্যাটের সঠিক ওজন হলে তবেই কোনও ব্যাটার সঠিকভাবে তার টাইমিং ঠিক করে শট খেলতে পারবে। এক্ষেত্রে বলা ভালো, শচীন তেন্ডুলকর অত্যন্ত ভারী ব্যাট ব্যবহার করতেন। এমআরএফ ও অ্যাডিডাসের ব্যাট ব্যবহার করতেন শচীন, যার ওজন ছিল প্রায় ১.৪৭ কেজি।