ভিডিও : আউট হয়ে রাগে চেয়ার ভাঙতে গেলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার দুর্দান্ত একটি ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এর জেরে লিগ টেবিলের শীর্ষে চলে গেল আরসিবি। কিন্তু এর মাঝে বিতর্ক হিসেবে উঠে এল আরসিবি অধিনায়ক বিরাট কোহলির আচরণ। আউট হওয়ার পর রাগে ব্যাট দিয়ে ডাগ আউটের চেয়ারে আঘাত করেন কোহলি।
ইনিংসের ১৩ নম্বর ওভারে জেসন হোল্ডারের একটি বলে পুল শট খেলতে চেয়েছিলেন বিরাট। কিন্তু হোল্ডারের উচ্চতার কারণে বলটি কিছুটা লাফিয়ে ওঠে, যা বিরাটের ব্যাটের কিনারা লাগে এবং সেই উঁচু ক্যাচ দারুণ ভঙ্গিতে ধরেন বিজয় শঙ্কর। আর আউট হওয়ার পর বাউন্ডারি লাইন অতিক্রম করে নিজেদের ডাগআউটের একটি প্লাস্টিক চেয়ারে আঘাত মারেন বিরাট।
বোঝাই গিয়েছিল, নিজের ইনিংসে ও আউটের ধরণে খুশি নন বিরাট। চেন্নাইয়ের ধীরগতির পিচে সেভাবে রানের গতিটিকে বাড়াতে পারছিলেন না বিরাট। যার জেরে বিরক্ত হয়ে পড়েছিলেন ব্যাঙ্গালোরের অধিনায়ক। আর আউট হওয়ার পর সেই ক্ষোভ প্রকাশ করলেন বিরাট।
দেখুন সেই ভিডিও -
প্রথমে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো অর্ধশতরানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৪৯/৮ তোলে। জবাবে ১১৫/৩ থাকা অবস্থায় থেকে ১৪২ রানে আটকে যায় হায়দ্রাবাদ। আরসিবির স্পিনার শাহবাজ আহমেদ এক ওভারে তিন উইকেট নেওয়ার জন্য ম্যাচ থেকে হারিয়ে যায় সানরাইজার্স।