দেখুন : ম্যাচ শেষে 'ভক্ত' রিয়ান পরাগের বিশেষ আবদার মেটালেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসকে দাপটের সাথে ১০ উইকেটে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু ম্যাচের পর একটি দুর্দান্ত মুহুর্ত ফুটে ওঠে।
ম্যাচের পর আরসিবি অধিনায়ক বিরাট কোহলির কাছে আসেন রাজস্থান রয়্যালসের তরুণ অলরাউন্ডার রিয়ান পরাগ। সেই সময় কোহলির কাছে নিজের ব্যাট নিয়ে এসে তাতে সই করতে অনুরোধ করেন রিয়ান। আর তরুণ এই ক্রিকেটারের আবদার ফেলতে পারলেন না বিরাট, সই করে দেন রিয়ানের ব্যাটে।
আর এই মুহুর্তটির ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এরকম মুহুর্ত নতুন কিছু নয়। এর আগে আইপিএল এর ম্যাচ শেষে তরুণ ক্রিকেটাররা যান বিরাট-রোহিত-ধোনির কাছে পরামর্শের জন্য। আসলে আইপিএলের মঞ্চটাই এমন, তরুণ ক্রিকেটারদের কাছে সুযোগ থাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের সামনে নিজের প্রতিভা প্রদর্শন করার।