দেখুন : সুরক্ষিতভাবেই বাড়ি পৌঁছেই করোনার লড়াইয়ে নেমে পড়লেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার আইপিএল এর চতুর্দশ সংস্করণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় বিসিসিআই। আর এর জেরে খেলোয়াড়রা একে একে বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই আট ইংরেজ ক্রিকেটার দেশে ফিরে গিয়েছেন।
এই পরিস্থিতিতে এবার বাড়ি পৌঁছে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুম্বইয়ের বাড়িতে গাড়ি থেকে নামেন বিরাট।
তবে বাড়ি ফিরেই ক্ষান্ত হননি বিরাট। এরপর করোনার বিরুদ্ধে মোকাবিলার জন্যও প্রস্তুতি শুরু করেন কোহলি। মুম্বইয়ের যুব সেনা দলের নেতা এবং বৃহন্মুম্বই পুরসভার সদস্য রাহুল কানালের সাথে এই নিয়ে আলোচনা করেন বিরাট। এই নিয়ে ছবিও ছাড়েন রাহুল কানাল।
গত সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, কিন্তু কেকেআরের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হওয়ার কারণে খেলা স্থগিত হয়ে যায়। এরপর চেন্নাই সুপার কিংসের তিন সদস্য এবং দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ক্রিকেটার অমিত মিশ্রা ও ঋদ্ধিমান সাহা করোনা পজিটিভ আসার দরুণ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।