ভিডিও : ফিল্ডিং করতে গিয়ে মাঠে সাঁতার কাটলেন ট্রেন্ট বোল্ট, ট্রোল করলেন সতীর্থ জিমি নিশাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে দুর্দান্ত একটি ম্যাচে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১৫১ রান তাড়া করতে গিয়ে মাত্র ১৩৭ রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ। তবে শুরুটা দারুণ করেছিল সানরাইজার্সের ওপেনাররা, ডেভিড ওয়ার্নারের সাথে ইংরেজ ওপেনার জনি বেয়ারস্টো দুরন্ত ব্যাটিং করেছিলেন।
ট্রেন্ট বোল্টের এক ওভারে ১৮ রান মারেন জনি বেয়ারস্টো। আর এর জেরে ওপেনিংয়ে ৬৭ রান তুলে দেন ওয়ার্নার-বেয়ারস্টো। কিন্তু মজার জিনিস ঘটে ক্রুণাল পান্ডিয়ার একটি ওভারে। সেই ওভারে ক্রুণালের বলে স্লগ সুইপ চালান বেয়ারস্টো, যা ধরার জন্য দৌড় দেন ট্রেন্ট বোল্ট। কিন্তু নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাত ছুঁড়তে শুরু করেন বোল্ট, যা দেখলে অনেকটা সাঁতার কাটার মত দেখতে লাগে। শেষ অবধি ঝাঁপ দিয়েও বাউন্ডারি সেভ করতে পারেননি বোল্ট।
দেখুন ভিডিও -
আর এই দৃশ্য দেখে গোটা ক্রিকেট দুনিয়া মজা করেন বোল্টকে নিয়ে। এমনকি, মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ তথা দেশোয়ালি বন্ধু জিমি নিশামও ট্রোল করে বসেন বোল্টকে। নিজের টুইটারে জিমি নিশাম নেট দুনিয়ার কাছে অনুরোধ করেছেন যেন ট্রেন্ট বোল্টের এই দারুণ মুহুর্তের ভিডিও তাকে পাঠাতে। সেই পোস্টে হাসতে থাকা ইমোজিও ছেড়েছেন নিশাম।
তবে শেষ অবধি নিউজিল্যান্ডের এই বাঁ হাতি পেসার অসাধারণ বোলিং করেন। এক ওভারে ১৮ খাওয়া এই পেসার শেষ অবধি নিজের চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন, যেখানে ম্যাচের অন্তিম ওভারে দুটি দুরন্ত ইয়র্কারে সানরাইজার্সের দুই ব্যাটসম্যানকে বোল্ড করেন বোল্ট।