ভিডিও : আইপিএলে করোনার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন টিম সাইফার্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জৈব বলয়ে একাধিক করোনা সংক্রমণের জেরে স্থগিত হয়ে গিয়েছে আইপিএলের চতুর্দশ সংস্করণ। আর এই করোনা আক্রান্তদের তালিকায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা কিউই উইকেটকিপার টিম সাইফার্ট। এবার সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সাইফার্ট।
সেই সময় আইসোলেশনে থাকতে হয়েছিল সাইফার্টকে, আর তখন বাকি দেশোয়ালি খেলোয়াড়রা মালদ্বীপ হয়ে নিউজিল্যান্ডে ফিরে যান। তবে এখন নিউজিল্যান্ডে ফিরে এসেছেন সাইফার্ট এবং অকল্যান্ডে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।
করোনার সেই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে সাইফার্ট বলেছেন, "গোটা দুনিয়া যেন এক মুহুর্তের জন্য থেমে যায়। আমি ভাবতেই পারছিলাম না আগামী দিনে কি হবে, আর এটিই সব থেকে ভয়ের মুহুর্ত ছিল। আপনি খারাপ জিনিসের বিষয়ে শোনেন, এবং ভাবেন যে এটি আমার সাথে হতে চলেছে।"
দেশে যেভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল, তাতে ভয় পেয়ে গিয়েছিলেন সাইফার্ট। তিনি বলেছেন, "খবরে দেখাচ্ছিল অক্সিজেনের প্রবল অভাব, আপনি জানেন না আপনি এই পরিস্থিতির মধ্যে পড়বেন কিনা। এই করোনার একটি বিষয় হল, আপনি এই বিষয়ে কিভাবে প্রতিক্রিয়া দেবেন তা পুরো অজানা একটি বিষয়।"
যদিও বলয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন কেকেআরের এই বিদেশী। তিনি বলেছেন, "সত্যি বলতে গেলে, যতটা সময় আমি ওখানে ছিল, বলয়টি সত্যি ভালো ছিল। নিজেকে নিরাপদ মনে হয়েছিল।"