দেখুন : ম্যাচের পর ‘অনুরাগী’ আবেশ খানের জার্সিতে সই করলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের ক্ষেত্রে ম্যাচের ৪০ ওভার টানটান লড়াই চললেও ম্যাচের পরে সেই লড়াই ভুলে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে হাসি-মজা-গল্প-আলোচনা করতে থাকেন। বিশেষ বিশেষ মুহুর্ত তৈরি হয় আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে। আর তেমনই একটি দারুণ মুহূর্ত ঘটল দিল্লি বনাম মুম্বই ম্যাচের পরে।
মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ছয় উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে ম্যাচের পর যাবতীয় রেষারেষি ভুলে এক অনুরাগী হিসেবে প্রতিপক্ষের অধিনায়ক রোহিত শর্মার কাছে যান দিল্লির তারকা পেসার আবেশ খান। নিজের দিল্লি ক্যাপিটালস জার্সি দিয়ে রোহিতকে সই পেতে চেয়েছিলেন আবেশ, আর তরুণ এই পেসারের ইচ্ছা পূরণ করেন হিটম্যান।
আর এই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার দুর্দান্ত বোলিং করেছেন আবেশ। দুই ওভারে মাত্র ১৫ রান দিয়ে সূর্যকুমার যাদব ও রাহুল চাহারের উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। দিল্লির দুরন্ত বোলিংয়ের জেরে ১৩৭/৯ করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স, যা পাঁচ বল বাকি থাকতে তুলে নেয় দিল্লি।