ভিডিও : বাবার মত পুল শট মেরে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিলেন রোহিত-কন্যা সামাইরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। স্ত্রী রিতিকা ও মেয়ে সামাইরার সাথে ফ্র্যাঞ্চাইজির জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন রোহিত। আর এরই মধ্যে দারুণ একটি মুহুর্ত দিলেন রোহিত কন্যা সামাইরা।
বুধবার মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে সামাইরা পিতা রোহিতের হেলমেট মাথায় পড়েন এবং পিতার মত পুল শটও মারেন। এছাড়া মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জয়ধ্বনিও করেন সামাইরা। আর পাশে মা রিতিকাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
আর এই ভিডিও দেখে সকলে বেশ প্রশংসা করেছেন সামাইরার। খুব কিউট এই ভিডিওটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ৯ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের আইপিএল অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।