ভিডিও : "ভারতে স্বাগত", সিএসকের বিরুদ্ধে নামার আগে নিজের দলের বিদেশীকেই স্লেজিং করলেন ঋষভ পন্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ঋষভ পন্থের চরিত্র যে বেশ মজাদার, সে নিয়ে কোনও সন্দেহ। ব্যাট হাতে দাপট ছাড়াও কিপিংয়ে তিনি একটি বোরিং টেস্ট ম্যাচেও প্রাণ ফিরিয়ে আনতে পারেন নিজের কথার মাধ্যমে। একাধিক বার স্টাম্প মাইকে বিপক্ষের ব্যাটসম্যানদের প্রতি স্লেজ এবং কথার চাটুকারিতায় মুগ্ধ হয়ে ক্রিকেট বিশ্ব।
এবার সামনে নয়া চ্যালেঞ্জ। আইপিএলের মত মেগা ইভেন্টে এই প্রথম শক্তিশালী দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে চলেছেন ২৩ বছরের ঋষভ পন্থ। কাঁধে রয়েছে দারুণ চাপ, কিন্তু তা সত্ত্বেও নিজের স্বভাব পাল্টালেন না পন্থ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহারণে নামার আগে নিজের দলের খেলোয়াড়কেই স্লেজ করলেন পন্থ।
এবারের নিলামে দিল্লি ক্যাপিটালস নিয়ে এসেছে ইংরেজ ব্যাটসম্যান স্যাম বিলিংসকে। আর অনুশীলনের সময়ে স্যামকে উইকেটের পিছন থেকে স্লেজ করেন ঋষভ। দিল্লি ক্যাপিটালস নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে, যেখানে স্যাম বিলিংস নেটে ব্যাট করছিলেন এবং ঋষভ কিপিং করছিলেন। এমন সময়ে, ঋষভ বিলিংসের উদ্দেশ্যে বলেন, "ভারতে তোমায় স্বাগত। টেস্ট ম্যাচের থেকে ভালো অবস্থা হবে এখানে।"
https://www.instagram.com/p/CNZyPrVHsOy/?utm_source=ig_web_copy_link
এরপর বিলিংস আরও একটি বল খেলার পর ঋষভ হাসতে হাসতে বলেন, "বোল্ড, কেউ তো মারছেই না একদমই।" আর এই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আজ, অর্থাৎ শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে দিল্লি ক্যাপিটালস।"