ভিডিও : স্বপ্নের ফর্মে থাকা হর্ষাল প্যাটেলকে এক ওভারে ৩৭ মেরে স্বপ্ন ভুলিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বইয়ের ওয়াংখেড়ে হেভিওয়েট লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন পেসার হর্ষাল প্যাটেল, সব থেকে বেশি উইকেট নিয়ে বেগুনি ক্যাপ পড়ে আছেন হর্ষাল। এই ম্যাচেও তিন উইকেট নিয়েছেন তিনি। কিন্তু এই স্বপ্নের ফর্মকে এক ওভারে ভুলিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা।
চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে হর্ষাল প্যাটেলকে ৩৭ রান মারেন বাঁ হাতি এই অলরাউন্ডার। প্রথম বলে স্লোয়ার অফ কাটার পেয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছয় মারেন জাদেজা। দ্বিতীয় বলে লেংথ ডেলিভারি দেন হর্ষাল, যা আবারও ডিপ মিড উইকেটের দিকেই মারেন জাড্ডু। এদিকে তৃতীয় বলে বিমার দিয়ে বসেন হর্ষাল, আর সেটিকেও একই জায়গায় মারেন জাদেজা। ফ্রি হিটের বলে শর্ট ডেলিভারি করেন হর্ষাল, যা সেই একই জায়গায় মারেন জাদেজা।
চতুর্থ বলে ক্যাচ দিয়ে বসেন জাদেজা, কিন্তু মহম্মদ সিরাজ তা মিস করেন এবং দুই রান হয়ে যায়। এরপর পঞ্চম বলে ফুলটস দেন হর্ষাল, যা লং অনের উপর দিয়ে ছয় মারেন জাদেজা। আর শেষ বলে স্কোয়ার লেগে চার মেরে ইনিংস শেষ করেন জাদেজা। এক ওভারে ৩৭ রান খেয়ে বসেন এবারের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। সত্যিই, ক্রিকেট বড়ই নির্মম।
টসে জিতে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে তোলে ১৯১/৪। ওপেনিংয়ে ফাফ ডু প্লেসিসের অর্ধশতরান আর শেষে রবীন্দ্র জাদেজার (২৮ বলে অপরাজিত ৬২) বিস্ফোরক ব্যাটিংয়ে এই দুর্দান্ত স্কোর খাঁড়া করে চেন্নাই সুপার কিংস।