ভিডিও : কেকেআরকে চিমটি দিতে শাহরুখ খানের বিখ্যাত পোজে জয় উদযাপন রাজস্থান রয়্যালসের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ছয় উইকেটে দুরমুশ করে দিল রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচে বেশ কিছু মুহুর্ত নজর কেড়েছে। ইয়ন মর্গ্যানের রান আউট, চেতন সাকারিয়ার দুরন্ত ক্যাচ, রিয়ান পরাগ ও রাহুল তেওয়াটিয়ার সেলফি সেলিব্রেশন - তালিকাটি বেশ বড়। কিন্তু জয়ের পর কলকাতাকে চিমটি কেটে দারুণ কাজ করল রাজস্থান।
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় রাজস্থান রয়্যালস একটি ভিডিও পোস্ট করে, যেখানে এক খেলোয়াড় কেকেআরের কর্নধার শাহরুখ খানের জনপ্রিয় সেই পোজ দিচ্ছেন, যেখানে দুই হাত খুলে প্রেমিকাকে ডাকার আহ্বান দেন শাহরুখ। ব্যাকগ্রাউন্ডে চলছিল শাহরুখের জনপ্রিয় সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এর টাইটেল সং। আর এই ভিডিও দারুণ ভাইরাল হয়ে যায়।
ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স মাত্র ১৩৩ রান করতে পারে। যা চার উইকেট হারিয়ে অনায়াসে তুলে দেয় রাজস্থান রয়্যালস। অধিনায়ক সঞ্জু স্যামসন দাঁড়িয়ে থেকে ম্যাচটি জেতান রাজস্থানের জন্য।