ভিডিও : ছয়টি চার মারার বদলা শিবম মাভির, 'প্রিয় বন্ধু' পৃথ্বী শকে পাকড়াও করলেন তরুণ পেসার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার মাত্র ৪১ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পৃথ্বী শ, আর এর শুরুটিই করেন কলকাতা নাইট রাইডার্সের পেসার শিবম মাভিকে মেরে। ইনিংসের প্রথম ওভারে শিবম মাভিকে ছয় বলে ছয়টি চার মারেন পৃথ্বী। আর সেই ওভারই যেন ম্যাচের অভিমুখ পরিস্কার করে দেয়।
২১ বছরের এই তরুণ ওপেনারের দাপুটের ইনিংসের জেরে ২১ বল বাকি থাকতে সাত উইকেটে জেতে দিল্লি। কিন্তু জয়ের পর প্রিয় বন্ধু পৃথ্বী শয়ের বিরুদ্ধে বদলা নিতে ভুললেন না শিবম মাভি। ম্যাচের পর যখন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে দেখা করেন, তখন পৃথ্বী শকে দেখে জড়িয়ে ধরেন শিবম মাভি। এরপর মজার ছলে পেটে চিমটি কাটেন মাভি, যাতে যন্ত্রণায় কাতরান শ।
দেখুন ভিডিও -
যদিও পুরো ঘটনায় মজার ছলেই করা হয়েছে, কারণ এই দুই ক্রিকেটার জুনিয়র লেভেলে অনেক বছর ক্রিকেট খেলেছেন। এমনকি, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে পৃথ্বী শ স্বীকার করেছেন, তিনি জানতেন শিবম মাভি কোথায় বল করবেন। তিনি বলেছেন, "সত্যি কথা বলতে গেলে আমি কিছু ভাবছিলাম না। আমি কেবল খারাপ বলের অপেক্ষায় ছিলাম। আমি জানতাম শিবম কোথায় বল করবে, আমরা বয়সভিত্তিক গ্রুপে চার-পাঁচ বছর ধরে একসাথে খেলেছি। প্রথম চার-পাঁচ বল হাফভলি দিয়েছিল ও, তাই আমি তৈরি ছিলাম শর্ট বলের জন্য কিন্তু ও তা করল না।"