ভিডিও : হর্ষাল প্যাটেল ব্যাটিংয়ে আসতেই মজার কথা বললেন ধোনি, হেসে লুটোপুটি রায়না-জাদেজার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে মহেন্দ্র সিং ধোনির নাম নিঃসন্দেহে উপরের দিকে থাকবে। শুধু দল পরিচালনা বা খেতাব জেতা নয়, একজন কিপার হিসেবে খেলাটিকে পর্যালোচনা করা এবং বোলারদের দারুণ সব উপদেশ দিয়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতাও রাখেন মাহি। আর সেই কাজ গত ১২-১৩ বছর ধরে করে আসছেন ভারত এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে।
আর সেই দুর্দান্ত টিপসের স্বাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মেগা লড়াইয়ে যেভাবে এমএস ধোনি উইকেটের পিছন থেকে উপদেশ দিয়েছিলেন জাদেজাকে, সেই মত বল করে উইকেট তুলে নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের। আর সেই নিয়ে সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাসে ফেটে পড়েছে।
তবে মজার বিষয় আসে পরে। যখন কাইল জেমিসনকে সঙ্গ দিতে হাজির হন এক ওভারে ৩৭ রান খাওয়া বেগুনি টুপির মালিক হর্ষাল প্যাটেল। আর সেই সময় জাদেজার উদ্দেশ্যে উইকেটের পিছন থেকে এমন কথা বলে ফেলেন মাহি, যা শুনে জাদেজা তো দূর, ধারাভাষ্যকাররাও হেসে লুটিয়ে পড়েন।
আসলে এবি ডি ভিলিয়ার্স ও গ্লেন ম্যাক্সওয়েল হিন্দি না জানায় হিন্দিতে টিপস দিচ্ছিলেন জাদেজাকে। কিন্তু হর্ষাল প্যাটেল তো দেশের খেলোয়াড়, হিন্দির জ্ঞান ভালোই থাকবে। সেই কারণে ধোনি বলে ওঠেন, "আব হিন্দি মেইন নেহি বোল সাকতা হুঁ (এখন আমি হিন্দিতে কথা বলতে পারব না)"। আর এই কথা শুনে স্লিপ দাঁড়িয়ে থাকা সুরেশ রায়না এবং বোলিং এন্ডে থাকা রবীন্দ্র জাদেজা হাসতে থাকেন।
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬৯ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছেছে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচের হিরো ছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে ২৮ বলে অপরাজিত ৬২, বল হাতে তিন উইকেট এবং ফিল্ডিংয়ে দুরন্ত একটি রান আউট করেছেন তিনি। আর এর জেরে ম্যান অফ দ্য ম্যাচের পুরষ্কার জিতেছেন ম্যাক্সওয়েল।